Ajker Patrika

দুই বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক, অবশেষে জেলে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭: ১৪
রিপন গাজী। ছবি: আজকের পত্রিকা
রিপন গাজী। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিপন গাজী (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। ২০০৮ সালের সেই রায়ের পর থেকে ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন রিপন। কিন্তু নিজেকে সাজার হাত থেকে রক্ষা করতে পারেননি।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজার থেকে রিপন গাজীকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, রিপন গাজী উপজেলার মটবাটি গ্রামের কাওসার গাজীর ছেলে। তিনি পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় ১৭ বছর পালাতক থাকার পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে নতুন বাজার এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। তাঁকে আজ সকালে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত