Ajker Patrika

খুলনার ডুমুরিয়ায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা রবিউল গাজী এবং একই এলাকার রাসেল সরদার। অসুস্থ কয়েকজনও একই এলাকার বাসিন্দা। তাঁরা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এর আগে খুলনা নগরীতে বিষাক্ত মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়।

জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, গত শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে স্পিডজাতীয় এলকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খুমেক হাসপাতালে চিকিৎসকদের রবিউলের হৃদরোগে আক্রান্তের কথা জানান। পরে তাঁরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।

তিনি আরও জানান, রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাঁকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মদ পানের ঘটনাটি চিকিৎসকদের খুলে বললে তাঁরা তাঁর চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়। আজ তাঁর লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা জানান, এ দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত