Ajker Patrika

ডুমুরিয়ায় বিদ্যালয়ের পেছনে মিলল নারীর অর্ধদগ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বিদ্যালয়ের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, অজ্ঞাতনামা এক নারীর অর্ধদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করার চেষ্টা করে। ওই নারীর পরিচয় শনাক্ত করার জন্য খুলনা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (সিআইডি) এবং থানা-পুলিশ একসঙ্গে কাজ করছে। লাশ শনাক্তকরণের জন্য স্থানীয়দের দেখানো হয়েছে। কিন্তু তারা কেউ ওই নারীর লাশ শনাক্ত করতে পারেনি। তাঁর মুখের আকার বোঝা যাচ্ছে না।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অন্য কোথাও থেকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে এখানে এনে তাঁকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত