খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন–১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।
কেসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।’
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন–১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।
কেসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।’
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
২৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
২৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
২৮ মিনিট আগে