Ajker Patrika

কাঁকড়া আহরণের অপরাধে ৩ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি
কাঁকড়া আহরণের অপরাধে ৩ জেলে আটক

নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণের অপরাধে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। গতকাল শনিবার ভোর ৫টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন টেকেরখাল এলাকা হতে তাঁদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি স্ত্রী কাঁকড়াসহ ১টি নৌকা জব্দ করা হয়। 

আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মোশাররফ হোসেন মোড়ল, আনারুল ইসলাম ও কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা 
গ্রামের মো. ফারুক হোসেন সরদার। 

কোবাদক স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় সুন্দরবনে কাঁকড়া আহরণের পাস-পারমিট বন্ধ থাকে। এই তিন জেলে মাছের পাশ নিয়ে কাঁকড়া আহরণ করার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত