Ajker Patrika

মধ্যরাতে প্রেমিকার বাড়িতে এসে লাশ হলো কলেজছাত্র

যশোর ও ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭: ৪৯
Thumbnail image

যশোরের ঝিকরগাছার শ্রীচন্দ্রপুর গ্রামে মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ইলিয়াস হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামের আয়নাল হক দফাদারের বাড়ির কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় (প্রেমিকা) মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত কলেজছাত্র একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার পাশাপোল আমজামতলা কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

এদিকে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় ধূম্রজাল তৈরি হয়েছে। তার প্রেমিকার পরিবারের দাবি, ইলিয়াস আত্মহত্যা করেছে। তবে সেই দাবি মানতে নারাজ নিহতের পরিবার। তাদের দাবি, ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

জানা যায়, ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের ওই মেয়ের (১৮) সঙ্গে ইলিয়াস হোসেনের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি এলাকার অনেকেই জানতেন। 

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় ইলিয়াস হোসেন। ঘরের জানালা দিয়ে তারা দুজন কথা বলছিল। একপর্যায়ে ইলিয়াস পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে নিহতের প্রেমিকা জানায়, ইলিয়াস রাতে তার সঙ্গে কথা বলতে এসেছিল। সে তাকে সাফ জানিয়ে দেয় তার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। তাকে বাড়িতে চলে যেতে বলে। একপর্যায়ে ইলিয়াস জানালা দিয়ে হাত ভেতরে দিয়ে তার ওড়না কেড়ে নেয়। সেই 
ওড়না পেঁচিয়ে বাইরে থেকে জানালায় গলায় ফাঁস দেয়। 

প্রেমিকা আরও জানায়, বিষয়টি বুঝতে পেরে সে ওড়না কেটে দেয়। তখন ইলিয়াস নিচে পড়ে যায়। এরপর তাদের এক বন্ধুকে ফোন করে খবর দেয়। পরে লোকজন এসে ইলিয়াসের লাশ উদ্ধার করেন। 

নিহতের বন্ধু ইয়াসিন বলে, ‘ফোনে খবর পেয়ে এসে দেখি ইলিয়াসের পাশে তার প্রেমিকা কাঁদছে। আমি ইলিয়াসের পালস চেক করে দেখি চলছে না। এরপর ইলিয়াসের আম্মুকে খবর দিই। তাঁরা দৌড়ে এসে দেখে লাশ পড়ে আছে। ঘটনাস্থলে দড়ি বা অন্য কিছু দেখিনি।’ 

স্থানীয় গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি এই ছেলের সঙ্গে মেয়েটির তিন বছর প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কটা পরিবার থেকে মেনে নেয়নি। শনিবার দিবাগত রাতে মেয়েটি ওই ছেলেকে ফোনে ডেকেছিল। সেখানে যাওয়ার পর তার লাশ উদ্ধার হয়েছে।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি পরিষ্কার নয়। সুষ্ঠু তদন্ত করে ঘটনাটির রহস্য উদ্‌ঘাটন হোক। দোষী হলে তাদের শাস্তি হোক। আর নির্দোষ হলে কেউ যেন হয়রানির শিকার না হয়।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, একই সঙ্গে অভিযুক্ত মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও জিজ্ঞাসাবাদ শেষ হলে ছেলেটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত