Ajker Patrika

সহপাঠীকে মারধর: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে শাস্তি

খুবি প্রতিনিধি
Thumbnail image

পরিকল্পনা করে মারামারি ও সহপাঠীকে মেরে রক্তাক্ত করা এবং নারী সহপাঠীর গায়ে হাত তোলার দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজনকে জরিমানাসহ অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা এবং একজনকে একই শাস্তিসহ দুই টার্মের ফলাফল স্থগিত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে মারামারি শুরু করা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের মেহেদী হাসান জুবায়েরকে মেরে রক্তাক্ত করা ও অর্ণবকে মারধরের অপরাধে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে। 

মারামারিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অপরাধে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আলি হোসেন ইমন ও জিহাদ হাওলাদার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আদনান বিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে। 

এ ছাড়া ভিন্ন ঘটনায় নারীকে সহপাঠীকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের মো. রিমন আলিকে আগামী দুই টার্মের ফলাফল স্থগিত ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে মুচলেকা ও জরিমানার টাকা জমা দিতে হবে। তবে শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে। 

উল্লেখ্য, শৃঙ্খলা বোর্ডের সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানো নোটিশের জবাব পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অপরাধের মাত্রানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত