Ajker Patrika

এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ০১
এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’ 

মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’

কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।' 

বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।' 

৮ হাত লম্বা কুশি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত