বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’
মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’
কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।'
বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।'
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’
মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’
কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।'
বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।'
হবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা ক
৩ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই এলাকার জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে জিহাদ (৯)।
৮ মিনিট আগেফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় ফরিদপুর পৌর বাস টার্মিনাল। এ ছাড়া সাধারণ শ্রমিকেরা উত্তেজিত হয়ে বাস চলাচল বন্ধ করে রাখেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের গোয়ালচামটে পৌর
৩০ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।
৪৪ মিনিট আগে