Ajker Patrika

এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ০১
এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’ 

মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’

কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।' 

বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।' 

৮ হাত লম্বা কুশি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত