Ajker Patrika

খুবি শিক্ষকের গায়ে হাত তোলা অভিযুক্ত নোমান আটক

খুলনা প্রতিনিধি
গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এর আগে, ৩ মে বিকেলে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাঁর স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, ২ মে সন্ধ্যায় পুরোনো প্রশাসনিক ভবনের পাশে এই শিক্ষার্থী শারীরিকভাবে আঘাত করেন এক শিক্ষকের ওপর। ঘটনার পরপরই তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ৩ মে গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত