Ajker Patrika

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

খুবি প্রতিনিধি 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধ। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জুলাই আন্দোলনের স্মরণে প্রশ্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় লিখিত অংশে প্রশ্ন দুটি হলো—‘মুগ্ধ তাঁর আত্মত্যাগের মাধ্যমে জাতিকে বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছেন’ বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো এবং ‘জুলাই বিপ্লবে গ্রাফিতি’ শিরোনামে একটি অনুচ্ছেদ লেখো।

গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় সংঘর্ষ চলাকালে মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনাসহ ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৯৭ জন শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত