Ajker Patrika

কালীগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ঢাকার সাভার এলাকার তারা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩৭) ও যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে মামুনুর রশীদ তালুকদার (৪২)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে শহরের মধুগঞ্জ বাজারের ডিম ব্যবসায়ী রুমেল পারভেজ প্রান্ত (২৯) ব্যবসায়িক কাজে কালীগঞ্জ থেকে বাসে জেলা শহরে যাচ্ছিলেন। বাসের ভেতর অজ্ঞান পার্টির ২ সদস্য তাঁকে চেতনানাশক মাখানো খেজুর খাওয়ায়। পরে খেজুর তিতা লাগলে তিনি মুখ থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এরপর অজ্ঞান পার্টির এক সদস্য তাঁকে বোতলজাত পানি খেতে বলেন। 

পরে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেলে তাঁর কাছে থাকা ১ লাখ টাকা হাতিয়ে নিলে প্রান্ত কিছুটা বুঝতে পারেন। তখন প্রান্ত চিৎকার করলে বাসের যাত্রীসহ স্থানীয় জনগণ এগিয়ে আসলে অজ্ঞান পার্টির এক সদস্য বাস থেকে লাফ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অজ্ঞান পার্টির ২ সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতলেবুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা নেওয়া হবে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত