Ajker Patrika

এক জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৩
এক জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না: ইনু

আগামী ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এত কথা বলার কারণ দেখছেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এক জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে বিজয়ের ৫৫ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনাসভায় অংশ নেওয়ার আগে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু আরও বলেন, এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন এবং যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত ও জঙ্গিগোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। আর নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা হলো বর্তমান সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে কৌশলে জামায়াত, রাজাকার ও জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এ জন্য তারা সংকট মোকাবিলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটি একটি বিপৎসংকেত। এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কলেজের শিক্ষার্থী-শিক্ষক, জাসদ দলীয় নেতা-কর্মী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত