Ajker Patrika

জীবননগরে আন্দোলনকারীদের অবস্থান, মাঠে নেই সরকারদলীয় নেতা-কর্মী 

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ৪৮
জীবননগরে আন্দোলনকারীদের অবস্থান, মাঠে নেই সরকারদলীয় নেতা-কর্মী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতালের ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকে হাসপাতালের ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে, সরকারদলীয় নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে জীবননগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রায় এক ঘণ্টা মিছিল করে পুনরায় হাসপাতালে ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

এ সময় সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুজ্জামান, শিক্ষার্থী মোকলেছুর রহমান রিমন প্রমুখ। 

শিক্ষার্থীরা মিছিল নিয়ে জীবননগর বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অবস্থান নিলে সরে যায় পুলিশ। এ সময় তাঁরা স্লোগান দেন ‘আমি কে, তুমি কে রাজাকার রাজাকার’, ‘কে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার,’ ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি। 

জীবননগরে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থা নিয়ে থাকলেও সরকারদলীয় কোনো নেতা-কর্মীর অবস্থান দেখা যায়নি। যদিও তাঁরা গতকাল শনিবার রাতে মাঠে নামবে বলে ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত