Ajker Patrika

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৪, ১৭: ৪৬
সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। গতকাল সোমবার দিবাগত রাতে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়।

এ সময় দুজন হরিণ শিকারি বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গহিন বনের মধ্যে পালিয়ে যায়। ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হরিণে মাংস আদালতের নির্দেশে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত