বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিয়ের আশ্বাসে নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে মোংলা থানার পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার তাকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে গত শনিবার জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘হিরন্ময় সরকারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভুক্তভোগী নারী যশোর জেলার বাসিন্দা। তিনি লিখিত অভিযোগে বলেন, পাঁচ বছর আগে পুলিশ কর্মকর্তা হিরন্ময় সরকারের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় হিরন্ময় সরকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ছিলেন। সনাতন ধর্মাবলম্বী হয়েও নিজেকে মুসলিম ধর্মাবলম্বী পরিচয় দিয়ে আমার (ভুক্তভোগী) সঙ্গে ঘনিষ্ঠ হন হিরন্ময় সরকার। গোপন রাখেন তার আগের সংসারের কথাও। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেম, পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক হয়।
তিনি আরও উল্লেখ করেন, এমন সম্পর্কের কিছুদিন পর তিনি গর্ভধারণ করেন। এ সময় নানা অজুহাত দেখিয়ে হিরন্ময় সরকার ভ্রূণ নষ্ট করেন। এরপর হিরন্ময় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
বিষয়টি বুঝতে পরে গত বৃহস্পতিবার (৯ মে) যশোর থেকে এসে মোংলার একটি আবাসিক হোটেলে ওঠেন তিনি। পরে মোংলা থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল মুশফিকুর রহমান তুষারকে অবহিত করেন।
শনিবার (১১ মে) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সুপারের আশ্বাসে ওই নারী রোববার (১২ মে) মোংলা থেকে যশোর ফিরে যান।
তবে অভিযোগ অস্বীকার করে মোংলা–থানা-পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার বলেন, ‘কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ওই নারী শুধু বন্ধু ছিল। তার সঙ্গে শারীরিক বা প্রেমের সম্পর্ক হয়নি।’
বাগেরহাটে বিয়ের আশ্বাসে নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে মোংলা থানার পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার তাকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে গত শনিবার জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘হিরন্ময় সরকারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভুক্তভোগী নারী যশোর জেলার বাসিন্দা। তিনি লিখিত অভিযোগে বলেন, পাঁচ বছর আগে পুলিশ কর্মকর্তা হিরন্ময় সরকারের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় হিরন্ময় সরকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ছিলেন। সনাতন ধর্মাবলম্বী হয়েও নিজেকে মুসলিম ধর্মাবলম্বী পরিচয় দিয়ে আমার (ভুক্তভোগী) সঙ্গে ঘনিষ্ঠ হন হিরন্ময় সরকার। গোপন রাখেন তার আগের সংসারের কথাও। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেম, পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক হয়।
তিনি আরও উল্লেখ করেন, এমন সম্পর্কের কিছুদিন পর তিনি গর্ভধারণ করেন। এ সময় নানা অজুহাত দেখিয়ে হিরন্ময় সরকার ভ্রূণ নষ্ট করেন। এরপর হিরন্ময় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
বিষয়টি বুঝতে পরে গত বৃহস্পতিবার (৯ মে) যশোর থেকে এসে মোংলার একটি আবাসিক হোটেলে ওঠেন তিনি। পরে মোংলা থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল মুশফিকুর রহমান তুষারকে অবহিত করেন।
শনিবার (১১ মে) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সুপারের আশ্বাসে ওই নারী রোববার (১২ মে) মোংলা থেকে যশোর ফিরে যান।
তবে অভিযোগ অস্বীকার করে মোংলা–থানা-পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার বলেন, ‘কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ওই নারী শুধু বন্ধু ছিল। তার সঙ্গে শারীরিক বা প্রেমের সম্পর্ক হয়নি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাই চাঁদাবাজদের রুখতে পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করতে হবে। শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন। এনসিপির সাতক্ষীরা জেলা শাখা এর আয়োজন করে।
১ মিনিট আগেফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি বলেন, জনগণ চাইলে এই প্রকল্পে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে।
৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চককৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষকালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্
৮ মিনিট আগেদখল ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
১২ মিনিট আগে