Ajker Patrika

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী বৃদ্ধ নিহত, আহত ৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি: আজকের পত্রিকা
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী এক বৃদ্ধ নিহত ও তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথি অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম ফুশিয়ার রহমান মণ্ডল (৭৫)। তিনি মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মসজিদপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে আছে তিন নারী ও এক শিশু।

প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ জানান, যাত্রীবাহী ইজিবাইকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফুশিয়ার। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। দুর্ঘটনায় ফুশিয়ার রহমান মণ্ডল নামের একজনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত