Ajker Patrika

নড়াইলে লিয়াকত সিকদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি নড়াইল
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৬
নড়াইলে লিয়াকত সিকদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

নড়াইল শহরসংলগ্ন সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লাসহ (৪৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়। 

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)। ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে আসামিদের হাজির করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্লার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে এই মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

মামলার বাদী নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করেছে আসামিরা। এই হত্যাকাণ্ডে ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহরসংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাসচালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত