Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে খুলনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২২: ৩৯
Thumbnail image

হিন্দু বাড়িতে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে খুলনার পাইকগাছা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকসহ দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসা উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচজন নেতা–কর্মীকে শোকজ করা হয়েছে। 

আজ শনিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডল। রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতী দলের সদস্যসচিব মাহমুদ আলম লোটাস, বিএনপির কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন। 

কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত