খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এ ছাড়া কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড নগর বাউলের পাশাপাশি মেঘদল ও ক্রিপটিক ফেইট পারফর্ম করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এ ছাড়া কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড নগর বাউলের পাশাপাশি মেঘদল ও ক্রিপটিক ফেইট পারফর্ম করবে।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১৪ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
২১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
২৬ মিনিট আগে