বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটায় মাদক কারবারে জড়িত থাকার কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে হামিম শেখ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী-টাকিমারী এলাকার হামিম শেখ নিজের মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সুরখালী এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে মো. সাইম সরদারকে (২০) হুমকি দেন ও তাঁর কাছে টাকা দাবি করেন।
সাইম সরদার বলেন, ‘মোবাইল ফোনে কল দিয়ে পুলিশের এ এস আই (উপপরিদর্শক) বিকাশ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। পরে সে বলে, “হাসিবুল নামের এক ব্যক্তি মাদকসহ আমার নিকট ধরা পড়েছে। তাঁর সঙ্গে তুমি জড়িত আছ। টাকা নিয়ে দ্রুত বটিয়াঘাটা থানায় চলে আসো। ” পরে আমি থানায় যাই এবং ঘটনাটি থানার ডিউটি অফিসারকে সব খুলে বলি। তখন জানা যায়, ওই মোবাইল ফোন নম্বরটা বিকাশ স্যারের না।’
সাইম সরদার আরও বলেন, ‘পরে অনুসন্ধানে জানতে পারি ওই মোবাইল ফোন নম্বরটা হামিম শেখ নামের এক যুবকের। তখন আমি ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে এএসআই বিকাশ কুমার বলেন, ‘আমার নাম পরিচয় দিয়ে যে কলটি করা হয়েছে তার বিষয়ে কিছুই জানি না। আমি ছুটিতে আছি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনার বটিয়াঘাটায় মাদক কারবারে জড়িত থাকার কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে হামিম শেখ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী-টাকিমারী এলাকার হামিম শেখ নিজের মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সুরখালী এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে মো. সাইম সরদারকে (২০) হুমকি দেন ও তাঁর কাছে টাকা দাবি করেন।
সাইম সরদার বলেন, ‘মোবাইল ফোনে কল দিয়ে পুলিশের এ এস আই (উপপরিদর্শক) বিকাশ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। পরে সে বলে, “হাসিবুল নামের এক ব্যক্তি মাদকসহ আমার নিকট ধরা পড়েছে। তাঁর সঙ্গে তুমি জড়িত আছ। টাকা নিয়ে দ্রুত বটিয়াঘাটা থানায় চলে আসো। ” পরে আমি থানায় যাই এবং ঘটনাটি থানার ডিউটি অফিসারকে সব খুলে বলি। তখন জানা যায়, ওই মোবাইল ফোন নম্বরটা বিকাশ স্যারের না।’
সাইম সরদার আরও বলেন, ‘পরে অনুসন্ধানে জানতে পারি ওই মোবাইল ফোন নম্বরটা হামিম শেখ নামের এক যুবকের। তখন আমি ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে এএসআই বিকাশ কুমার বলেন, ‘আমার নাম পরিচয় দিয়ে যে কলটি করা হয়েছে তার বিষয়ে কিছুই জানি না। আমি ছুটিতে আছি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২৪ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৪২ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৪৪ মিনিট আগে