Ajker Patrika

পুলিশ কর্মকর্তা পরিচয়ে তরুণের কাছে টাকা দাবি, থানায় অভিযোগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
পুলিশ কর্মকর্তা পরিচয়ে তরুণের কাছে টাকা দাবি, থানায় অভিযোগ

খুলনার বটিয়াঘাটায় মাদক কারবারে জড়িত থাকার কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক তরুণের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে হামিম শেখ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী-টাকিমারী এলাকার হামিম শেখ নিজের মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সুরখালী এলাকার মো. ইসমাইল সরদারের ছেলে মো. সাইম সরদারকে (২০) হুমকি দেন ও তাঁর কাছে টাকা দাবি করেন। 

সাইম সরদার বলেন, ‘মোবাইল ফোনে কল দিয়ে পুলিশের এ এস আই (উপপরিদর্শক) বিকাশ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। পরে সে বলে, “হাসিবুল নামের এক ব্যক্তি মাদকসহ আমার নিকট ধরা পড়েছে। তাঁর সঙ্গে তুমি জড়িত আছ। টাকা নিয়ে দ্রুত বটিয়াঘাটা থানায় চলে আসো। ” পরে আমি থানায় যাই এবং ঘটনাটি থানার ডিউটি অফিসারকে সব খুলে বলি। তখন জানা যায়, ওই মোবাইল ফোন নম্বরটা বিকাশ স্যারের না।’ 

সাইম সরদার আরও বলেন, ‘পরে অনুসন্ধানে জানতে পারি ওই মোবাইল ফোন নম্বরটা হামিম শেখ নামের এক যুবকের। তখন আমি ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’ 

এ বিষয়ে এএসআই বিকাশ কুমার বলেন, ‘আমার নাম পরিচয় দিয়ে যে কলটি করা হয়েছে তার বিষয়ে কিছুই জানি না। আমি ছুটিতে আছি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত