Ajker Patrika

ভ্যান চালিয়ে মাকে নিয়ে যাচ্ছিলেন আজাহার, ট্রলির ধাক্কায় দুজনেরই মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
ভ্যান চালিয়ে মাকে নিয়ে যাচ্ছিলেন আজাহার, ট্রলির ধাক্কায় দুজনেরই মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালক আজাহার হাওলাদার (৪৫) ও তাঁর মায়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে মোল্লাহাট উপজেলা সড়কে শিকদার মার্কেটের সামনে একটি বালুবোঝাই ট্রলি পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা তাঁর মা রাহিলা বেগম (৬০) গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক রাহিলা বেগমকে মৃত ঘোষণা করেন। ভ্যান চালক আজাহার হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

আজাহার হাওলাদার হাওলাদার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আকব্বর মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, বালুবোঝাই ট্রলির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত