Ajker Patrika

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬: ০৬
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় ইন্নান (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বল্লভপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইন্নান মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মৃত নবিছদ্দীনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মিনারুল ইসলাম জানান, দুপুরে বল্লভপুর গ্রামের সিনেমা হলের সামনে একটি ট্রাক থেকে বালু নামাচ্ছিলেন ইন্নানসহ বেশ কয়েকজন শ্রমিক। বালু নামানো শেষে রাস্তা পার হয়ে একটি টিউবওয়েলে পানি পান করার জন্য ওপারে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

মিনারুল ইসলাম আরও জানান, ট্রাকে থাকা শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যান চালক ও তাঁর সহযোগী। স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত