Ajker Patrika

৩ ঘণ্টার মাথায় গ্রেপ্তার পালিয়ে যাওয়া সেই আসামি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০০: ২৭
Thumbnail image

খুলনার আদালত চত্বর থেকে পালানোর তিন ঘণ্টার মাথায় গ্রেপ্তার হয়েছে চুরির মামলার আসামি হৃদয় সরদার। বেলা ২টার দিকে বাসে করে বাগেরহাটে পালানোর সময় কাটাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাঁকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে হৃদয় সরদার পালিয়ে যান। এ ঘটনায় কোর্ট পুলিশের একজন এসআই, চারজন এএসআইসহ দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

পুলিশ জানায়, ২০২৩ সালের চুরি মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই দৌলতপুর থানা-পুলিশ পাবলা দত্তবাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আজ কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাঁকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১১টার দিকে হৃদয় কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসযোগে পালানোর সময় বেলা ২টার দিকে হৃদয়কে কাটাখালী চেকপোস্টে ফকিরহাট থানা-পুলিশ আটক করে। 

 এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মনিরা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় নামে এক আসামি কারাগারে ছিল। বৃহস্পতিবার সকাল ১১টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যায়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত