Ajker Patrika

খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩৯
খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বয়রা এলাকার খুলনা কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। তাঁরা রডমিস্ত্রির কাজ করতেন। লাশ তিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। 

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। তাঁরা তিনজনই কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। 

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজনের বাড়ি পঞ্চগড়ে। আরেকজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত