খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা ভেঙে ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ হরিণটানা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ‘গত ডিসেম্বরে ছেলেটাকে হল রোডে তার বাবা–মায়ের সঙ্গে দেখেছিলাম। বাবা–মা হয়তো ছেলের ক্যাম্পাস দেখতেই আসছিল।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে। কতটা যন্ত্রণা, মানসিক কষ্ট থাকলে মানুষ নিজের হত্যাকারী নিজে হয়ে ওঠে। ছেলেটার মনে কী চলছিল, হয়তো আল্লাহ জানেন। আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক।’
আরেক শিক্ষার্থী নাইম খান বলেন, ‘জীবনে আত্মহত্যা যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে এই পৃথিবীর সবাই একবার হলেও নিজ ইচ্ছায় মৃত্যুর স্বাদ নিত। এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা ভেঙে ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ হরিণটানা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ‘গত ডিসেম্বরে ছেলেটাকে হল রোডে তার বাবা–মায়ের সঙ্গে দেখেছিলাম। বাবা–মা হয়তো ছেলের ক্যাম্পাস দেখতেই আসছিল।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে। কতটা যন্ত্রণা, মানসিক কষ্ট থাকলে মানুষ নিজের হত্যাকারী নিজে হয়ে ওঠে। ছেলেটার মনে কী চলছিল, হয়তো আল্লাহ জানেন। আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক।’
আরেক শিক্ষার্থী নাইম খান বলেন, ‘জীবনে আত্মহত্যা যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে এই পৃথিবীর সবাই একবার হলেও নিজ ইচ্ছায় মৃত্যুর স্বাদ নিত। এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।’
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
১৫ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে