খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২৫ আগস্ট থেকে সব ডিসিপ্লিনের ক্লাস শুরু হবে। এ ছাড়া ১৮ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচ) ২য় বর্ষের ১ম টার্ম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।
ক্যালেন্ডার অনুযায়ী ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম, ক্লাস ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা গ্রহণ ৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূজার ছুটি ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়।
এ ছাড়া পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৬,২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) রহিত করা হয়। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষকবৃন্দ অনলাইনেও ক্লাস পরিচালনা করতে পারবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্য মতবিনিময় করেন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা সংবলিত পত্র নিয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন–বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২৫ আগস্ট থেকে সব ডিসিপ্লিনের ক্লাস শুরু হবে। এ ছাড়া ১৮ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচ) ২য় বর্ষের ১ম টার্ম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।
ক্যালেন্ডার অনুযায়ী ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম, ক্লাস ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা গ্রহণ ৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূজার ছুটি ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়।
এ ছাড়া পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৬,২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) রহিত করা হয়। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষকবৃন্দ অনলাইনেও ক্লাস পরিচালনা করতে পারবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্য মতবিনিময় করেন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা সংবলিত পত্র নিয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন–বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৪ মিনিট আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১০ মিনিট আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১৭ মিনিট আগেসুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। আতঙ্কে অনেকে পেশা ত্যাগ করছেন। অনেকে আবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
২৪ মিনিট আগে