Ajker Patrika

বটিয়াঘাটায় টিসিবির পণ্যসহ আটক ৩, ইউপি সদস্য দুষলেন চেয়ারম্যানকে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৪, ১৫: ১০
বটিয়াঘাটায় টিসিবির পণ্যসহ আটক ৩, ইউপি সদস্য দুষলেন চেয়ারম্যানকে

খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।

গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।

ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’

সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত