Ajker Patrika

আশ্রয়ণের ঘর বরাদ্দের দলিল পেলেও দখল পাচ্ছেন না দেবাশীষ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০: ৪৯
আশ্রয়ণের ঘর বরাদ্দের দলিল পেলেও দখল পাচ্ছেন না দেবাশীষ

খুলনার ডুমুরিয়ায় একটি ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘরের দলিল পেয়েও দখল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে আশ্রয়ণ প্রকল্পে ৭৬টি ঘর নির্মাণ করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করা হয়। রামকৃষ্ণপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর দেবাশীষ সাহাও একটি ঘর বরাদ্দ পান, যার দলিল নম্বর ৬৪১/ ২১। দেবাশীষকে দলিলটি দেওয়ার তারিখ ২১ জানুয়ারি ২০২১। অথচ দুই বছর পেরিয়ে গেলেও দেবশীষ সাহা তাঁর ঘর পাননি। ঘরের দখল পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না। 

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীর ছত্রছায়ায় বৈধ দলিলপত্র ছাড়াই অন্তত ১২টি ঘর দখল করে কিছু পরিবার বাস করছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, ৭৬টি ঘরের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ঘরেই বসবাস করে না বরাদ্দ পাওয়া পরিবারগুলো। অন্য জায়গায় নিজস্ব বাড়িতে বাস করলেও তালা লাগিয়ে আশ্রয়ণের ঘর দখলে রেখেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত