Ajker Patrika

খুলনায় ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ 

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৪, ১৮: ৫৯
খুলনায় ফেরি থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ 

সুন্দরবন থেকে পরিবারের সঙ্গে ফেরার পথে খুলনার দাকোপে ফেরি থেকে নদীতে পড়ে হৃদি রায় নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার রাতে পানখালী ঘাটে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

হৃদি বটিয়াঘাটা উপজেলা মেরিন ফিশারিজ রমেশ রায়ের মেয়ে।

রমেশ রায় জানান, করমজল থেকে তাঁরা ট্রলারযোগে বাসায় ফিরছিলেন। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ট্রলার থেকে ফেরিঘাটে নোঙর করা অতিরিক্ত ফেরিতে নামেন। এ সময় ফেরির ওপর দিয়ে হৃদি দৌড়ে যাওয়ার সময় অন্ধকারে অসাবধানবশত ফেরি ও পন্টুনের মাঝে ফাঁকা স্থান দিয়ে নদীতে পড়ে যায়।

দাকোপ ফায়ার সার্ভিস (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা মো. আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত স্থানে হাজির হই। কিন্তু রাতে আবহাওয়া খারাপ এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত