Ajker Patrika

সৌদি যাওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের গৃহবধূর মৃত্যুর খবর দিলেন দালাল, নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০০: ০৮
Thumbnail image

সংসারে সচ্ছলতা আনতে গৃহকর্মীর হিসেবে দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন এক গৃহবধূ। সেখানে পৌঁছার তিন দিনের মাথায় তাঁর মৃত্যুর খবর এল। দালালের মাধ্যমে পরিবারের কাছে খবর এসেছে, তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ তাঁকে নির্যাতন করা হয়েছে। 

ওই গৃহবধূর নাম ছাবিনা খাতুন (২৪)। ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান আছে। 

স্বজনেরা জানান, ২২ সেপ্টেম্বর বাথপুকুরিয়া গ্রামের দালাল রফিকুলের মাধ্যমে সৌদি আরব যান ছাবিনা খাতুন। ২৪ সেপ্টেম্বর সৌদি মালিকের বাসায় গিয়ে ছাবিনা দালালের কথার সঙ্গে কাজের কোনো মিল না পেয়ে পরিবারের সদস্যদের ফোন কল করে বিষয়টি জানান। ২৫ তারিখ রফিকুলের মাধ্যমে স্বজনেরা জানতে পারেন, ছাবিনা ভবন থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ছাবিনা অমানবিক নির্যাতনের শিকার হয়ে আটতলার ভবন থেকে লাফিয়ে পড়েছেন। 

ছাবিনার স্বামী রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দালাল রফিকুল আমাদের বলেছিলেন, মোটা অঙ্কের বেতন, তিনবেলা ঠিকমতো খাবার ও আকামাসহ সবকিছুই সৌদির মালিক বহন করবেন। কিন্তু খাবার, মালিকের ব্যবহার কোনো কিছুই ঠিকঠাক ছিল না বলে মৃত্যুর আগে ছাবিনা আমাদের জানিয়েছিল।’ 

রুবেল বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালাল তাঁকে বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছিলেন ছাবিনা। 

এ ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। সে জন্য এই মুহূর্তে কোথাও অভিযোগ দেননি বলে জানান রুবেল হোসেন। 

এদিকে গ্রামবাসীর অভিযোগ, দালাল রফিকুল এলাকার সহজ-সরল কমবয়সী মেয়েদের ভালো কাজ ও বেতনের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে নির্যাতন ও অর্থ আদায় করেন। কিছুদিন আগেও একই এলাকার হাসি বেগম নামের এক নারী রফিকুলের খপ্পরে পড়ে সৌদি আরব থেকে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ও সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন। এখন সন্তান নিয়ে দিশেহারা ওই নারী। 

সৌদি ফেরত হাসি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘দালাল রফিকুল আমাকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরব পাঠান। কিন্তু সেখানে গিয়ে মালিকের অনৈতিক প্রস্তাব ও খাবারের কষ্টসহ নানা ধরনের অমানুষিক নির্যাতনের শিকার হই। পরে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের মধ্যস্থতায় আমাকে দেশে ফিরিয়ে আনে পরিবার।’ 

হাসি বেগম আরও জানান, সৌদি আরবের আরও পাঁচ থেকে ছয়জন মেয়ে আছেন যাঁরা দালাল রফিকুলের মাধ্যম সেখানে গিয়ে নির্যাতিত হচ্ছেন। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বাথপুকুরিয়া গ্রামের আকবর হোসেন বলেন, ‘বিদেশে নারীকর্মী পাঠিয়ে রফিকুলের নির্যাতনের বিষয় নতুন না। এর আগেও বিভিন্ন মেয়েকে নির্যাতনের বিষয়ে সালিস করেছি। কিন্তু দালাল রফিকুল তার অভ্যাস ছাড়েনি।’ 

সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন শেখ বলেন, ‘সাবিনা নামের একটি মেয়ে সৌদি আরবে মারা গেছে বলে জানি। তারা অনেক দরিদ্র, কিন্তু সেখানে সে কীভাবে মারা গেছে এ বিষয়ে জানি না।’ 

দালাল রফিকুল ইসলামচেয়ারম্যান মোজাম্মেল হোসেন শেখ আরও বলেন, ‘সাবিনা যে দালালের মাধ্যমে বিদেশে গিয়েছিল সেই দালালের মাধ্যমে আমাদের গ্রামের অন্য একটি মেয়ে সৌদি আরবে গিয়েছিল। কিছুদিন পর মেয়ের পরিবার আমাকে জানায়, সেখানে তাকে নির্যাতন করা হচ্ছে, দেশে আনার ব্যবস্থা করেন। অনেক সালিস করার পর দালালকে ২৫ হাজার টাকা দিয়ে মেয়েটিকে দেশে ফিরিয়ে আনা হয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দালাল রফিকুল ইসলাম বলেন, ‘ছাবিনা সৌদি আরবে যাওয়ার তিন দিনের মাথায় মারা গেছেন। তিনি উঁচু ভবন থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন। তবে তাঁর ওপর কোনো পাশবিক নির্যাতনের তথ্য ময়নাতদন্তের রিপোর্টে নেই।’ 

সৌদি আরব পাঠাতে ছাবিনার থেকে অতিরিক্ত টাকা নেননি দাবি করে রফিকুল ইসলাম বলেন, ‘ছাবিনা আমার আত্মীয়। সৌদি আরব যেতে তাঁর কাছ থেকে তেমন কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। মাত্র দেড় লাখ টাকায় ছাবিনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে।’ 

সৌদিতে ছাবিনা নামের কোনো নারীর মৃত্যুর খবর জানেন না ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত