Ajker Patrika

খুবির কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১: ১৫
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দোয়ার আগমুহূর্তে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন।

এ সময় উপাচার্য বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা পবিত্র ঈদু উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলনা শহরের অনেক লোক একসঙ্গে নামাজ আদায় করেছেন। এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ 

নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। 

এ সময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিনের প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, আশপাশের এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত