খুলনা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে গোলাম রহমান বলেন, বগা জোনে ‘বগা তেঁতুলতলা খাল’ নামে পরিচিত ৭৮ বিঘার একটি মাছের ঘের স্থানীয় জমির মালিকদের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে ছয়জন ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন। গত ৩০ চৈত্র চুক্তির মেয়াদ শেষ হলেও জমির মালিকেরা লেনদেনে সন্তুষ্ট হয়ে আরও তিন বছরের জন্য (১৪৩২ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ) নতুন চুক্তি করেছেন।
গোলাম রহমান অভিযোগ করেন, চুক্তি নবায়নের বিষয়টি জানার পর কয়রা উপজেলার স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আইয়ুব আলী সরদার ও তাঁর সহযোগীরা ঘের দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত আইয়ুব আলী সরদার আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাঁরা আগেও ঘের দখলের চেষ্টা করেছেন। সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। জমির মালিকদের বাড়ি গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ডিড বাতিল না করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাতে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে গোলাম রহমান বলেন, বগা জোনে ‘বগা তেঁতুলতলা খাল’ নামে পরিচিত ৭৮ বিঘার একটি মাছের ঘের স্থানীয় জমির মালিকদের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে ছয়জন ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন। গত ৩০ চৈত্র চুক্তির মেয়াদ শেষ হলেও জমির মালিকেরা লেনদেনে সন্তুষ্ট হয়ে আরও তিন বছরের জন্য (১৪৩২ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ) নতুন চুক্তি করেছেন।
গোলাম রহমান অভিযোগ করেন, চুক্তি নবায়নের বিষয়টি জানার পর কয়রা উপজেলার স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আইয়ুব আলী সরদার ও তাঁর সহযোগীরা ঘের দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত আইয়ুব আলী সরদার আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাঁরা আগেও ঘের দখলের চেষ্টা করেছেন। সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। জমির মালিকদের বাড়ি গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ডিড বাতিল না করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাতে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
১৬ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
২৭ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
৩২ মিনিট আগে