নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
২ মিনিট আগেকুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
১৭ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
২২ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
২৩ মিনিট আগে