Ajker Patrika

প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই: জামায়াতের আমির

নড়াইল প্রতিনিধি 
নড়াইলে পথসভায় জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা
নড়াইলে পথসভায় জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’

জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’

জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’

পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত