নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
১ ঘণ্টা আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে‘আগে মশা বেড়ে গেলে কাউন্সিলর অফিসে গিয়ে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। যেখানে অভিযোগ করব, সেই কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। কাউন্সিলর অফিসে গিয়ে শুনলাম,
২ ঘণ্টা আগে