নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে এক পথসভায় জামায়াতের আমির এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে মর্যাদাসম্পন্ন উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। জামায়াত এ দেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত-নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিন শেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যবদল হয়নি।’
জামায়াত প্রধান আরও বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে। নারী-পুরুষ ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তব্য দেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন পুরোপুরি নেভেনি। আর পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
৪ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৭ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১৯ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা চার মাস জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যা
২৩ মিনিট আগে