Ajker Patrika

খুলনা দুদক কার্যালয়ে আগুনে পুড়ল ৬ কক্ষের ফাইল

খুলনা প্রতিনিধি
খুলনা দুদক কার্যালয়ে আগুনে পুড়ল ৬ কক্ষের ফাইল

খুলনা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের ৩য় তলায় ৬টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুদক ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা দুদকের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামরুজ্জামান জানান, আগুনে মূল্যবান কিছু ফাইল নষ্ট হয়ে গেছে।

কামরুজ্জামান বলেন, বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশির ভাগ কর্মী চলে যায়। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং ধোঁয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

কামরুজ্জামান জানান, দুদক পরিচালক মন্জুর মোরশেদ এবং উপপরিচালক আব্দুল ওয়াদুদ শিক্ষা ছুটিতে দেশের বাইরে রয়েছেন। 

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের ওয়্যার হাউস ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, ছয়টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত