Ajker Patrika

‘মাদকের টাকা না পেয়ে’ বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
‘মাদকের টাকা না পেয়ে’ বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

যশোরের শার্শায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ছেলের দাবি, ছোট ভাইয়ের ইটের আঘাতে তাঁর বাবার মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এর আগে ১৭ মার্চ এ ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন (৬২) শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, ‘গত ১৭ মার্চ আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চাই। কিন্তু বাবা টাকা না দিলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসলে অবস্থার অবনতি হয়ে গতকাল রোববার রাতে বাবা মারা যায়।’

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাই। যশোর জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত