ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, গভীর রাতে ফোন, মেসেঞ্জারে বার্তা পাঠানোসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
সম্প্রতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২৩ জন শিক্ষার্থী বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে সাড়া না পেলে সেগুলো ‘আনসেন্ট’ করে দেন। রাতের বেলায় ফোন দিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেন এবং নিজেকে ‘বন্ধু’ পরিচয়ে ঘনিষ্ঠ হতে চান।
শিক্ষার্থীরা অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম মেয়েদের গভীর রাতে কল দিয়ে বিরক্ত করেন। বিশেষ করে তিনি মেসেঞ্জারে কল দেন, যাতে ফোনকল রেকর্ড করা না যায়। নিজেকে নারী শিক্ষার্থীদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ঘনিষ্ঠ হতে চান। মেসেঞ্জারে কল ও বিভিন্ন উত্ত্যক্তকর বার্তা পাঠানোর পর সাড়া না পেলে তিনি প্রমাণ মুছে ফেলতে বার্তাগুলো আনসেন্ট করে দেন।
তাঁরা আরও অভিযোগ করেন, ক্লাসরুমে তিনি মেয়েদের ব্যক্তিগত জীবন—বিশেষ করে বিবাহিত মেয়েদের দাঁড় করিয়ে বিবাহিত জীবন, দাম্পত্যজীবন এবং স্বামীর সঙ্গে বোঝাপড়া নিয়ে সরাসরি প্রশ্ন করেন। মেয়েদের তাঁর চেম্বারে একা ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দেন, যাতে শিক্ষার্থীরা বাইরে কিছু বলার সাহস না পান।
এ ছাড়া আজিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্লাসে ৫ মিনিট দেরি করলেই শিক্ষার্থীদের ঢুকতে দেন না, টিউটোরিয়াল ও উপস্থিতির নম্বরে স্বজনপ্রীতি করেন এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় অতিরিক্ত খাতা দিতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ‘একটি কোর্সে রিটেক থাকায় স্যার আগের দিন আমাকে রুমে ডেকে নিয়ে বলেন যে—রিটেকের প্রশ্ন ও খাতা দেখার দায়িত্ব তাঁর। সেই সুযোগে প্রায় এক ঘণ্টা ধরে তিনি আমাকে হয়রানি করেন, শরীর নিয়ে কমপ্লিমেন্ট দেন এবং পরীক্ষার দিন বারবার কল দিলেও আমি রিসিভ না করায় পরদিন রুমে ডেকে রেজাল্ট খারাপ করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, উনার সঙ্গে সুসম্পর্ক রাখলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আমরা অভিযোগগুলো শুধু বিভাগের সভাপতির কাছেই জমা দিয়েছি। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাই, তাঁকে স্থায়ীভাবে শিক্ষকতা থেকে বরখাস্ত করা হোক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. আজিজুল ইসলাম বলেন, ‘ক্লাস ও পরীক্ষার ব্যাপারে আমি খুবই আন্তরিকভাবে কাজ করি। করোনাকালে পরীক্ষা কমিটির সভাপতি থাকাকালে কয়েকজন শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কথা বলে আবেদন করেছিল। সে জন্য আমি তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। কিন্তু অভিভাবকেরা বিষয়টি অস্বীকার করেন। সেখান থেকেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। ক্লাসে দেরি করে এলে আমি উপস্থিতির নম্বর দিই না, টিউটোরিয়ালেও যা পায় তাই দেই। এ জন্যই তারা হয়তো ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ এনেছে।’
গভীর রাতে ফোনকল দেওয়ার প্রসঙ্গে আজিজুল ইসলাম বলেন, ‘অনেক সময় স্টুডেন্টরা ফোন দেয় ক্লাসের সময় জানার জন্য। সেই সময় ফোন ধরতে না পারলে আমি পরে ফোন করে জানিয়ে দেই। এর বাইরে কিছু না। তবে রাগের মাথায় হয়তো কখনো বকাঝকা করেছি, সেটা আমার ভুল হয়ে থাকতে পারে। কিন্তু কোনো মেয়েকে আমি খারাপভাবে কিছু বলিনি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। একাডেমিক কমিটির সভায় নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, গভীর রাতে ফোন, মেসেঞ্জারে বার্তা পাঠানোসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
সম্প্রতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২৩ জন শিক্ষার্থী বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে সাড়া না পেলে সেগুলো ‘আনসেন্ট’ করে দেন। রাতের বেলায় ফোন দিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেন এবং নিজেকে ‘বন্ধু’ পরিচয়ে ঘনিষ্ঠ হতে চান।
শিক্ষার্থীরা অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম মেয়েদের গভীর রাতে কল দিয়ে বিরক্ত করেন। বিশেষ করে তিনি মেসেঞ্জারে কল দেন, যাতে ফোনকল রেকর্ড করা না যায়। নিজেকে নারী শিক্ষার্থীদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ঘনিষ্ঠ হতে চান। মেসেঞ্জারে কল ও বিভিন্ন উত্ত্যক্তকর বার্তা পাঠানোর পর সাড়া না পেলে তিনি প্রমাণ মুছে ফেলতে বার্তাগুলো আনসেন্ট করে দেন।
তাঁরা আরও অভিযোগ করেন, ক্লাসরুমে তিনি মেয়েদের ব্যক্তিগত জীবন—বিশেষ করে বিবাহিত মেয়েদের দাঁড় করিয়ে বিবাহিত জীবন, দাম্পত্যজীবন এবং স্বামীর সঙ্গে বোঝাপড়া নিয়ে সরাসরি প্রশ্ন করেন। মেয়েদের তাঁর চেম্বারে একা ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দেন, যাতে শিক্ষার্থীরা বাইরে কিছু বলার সাহস না পান।
এ ছাড়া আজিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্লাসে ৫ মিনিট দেরি করলেই শিক্ষার্থীদের ঢুকতে দেন না, টিউটোরিয়াল ও উপস্থিতির নম্বরে স্বজনপ্রীতি করেন এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় অতিরিক্ত খাতা দিতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ‘একটি কোর্সে রিটেক থাকায় স্যার আগের দিন আমাকে রুমে ডেকে নিয়ে বলেন যে—রিটেকের প্রশ্ন ও খাতা দেখার দায়িত্ব তাঁর। সেই সুযোগে প্রায় এক ঘণ্টা ধরে তিনি আমাকে হয়রানি করেন, শরীর নিয়ে কমপ্লিমেন্ট দেন এবং পরীক্ষার দিন বারবার কল দিলেও আমি রিসিভ না করায় পরদিন রুমে ডেকে রেজাল্ট খারাপ করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, উনার সঙ্গে সুসম্পর্ক রাখলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আমরা অভিযোগগুলো শুধু বিভাগের সভাপতির কাছেই জমা দিয়েছি। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাই, তাঁকে স্থায়ীভাবে শিক্ষকতা থেকে বরখাস্ত করা হোক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. আজিজুল ইসলাম বলেন, ‘ক্লাস ও পরীক্ষার ব্যাপারে আমি খুবই আন্তরিকভাবে কাজ করি। করোনাকালে পরীক্ষা কমিটির সভাপতি থাকাকালে কয়েকজন শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কথা বলে আবেদন করেছিল। সে জন্য আমি তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। কিন্তু অভিভাবকেরা বিষয়টি অস্বীকার করেন। সেখান থেকেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। ক্লাসে দেরি করে এলে আমি উপস্থিতির নম্বর দিই না, টিউটোরিয়ালেও যা পায় তাই দেই। এ জন্যই তারা হয়তো ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ এনেছে।’
গভীর রাতে ফোনকল দেওয়ার প্রসঙ্গে আজিজুল ইসলাম বলেন, ‘অনেক সময় স্টুডেন্টরা ফোন দেয় ক্লাসের সময় জানার জন্য। সেই সময় ফোন ধরতে না পারলে আমি পরে ফোন করে জানিয়ে দেই। এর বাইরে কিছু না। তবে রাগের মাথায় হয়তো কখনো বকাঝকা করেছি, সেটা আমার ভুল হয়ে থাকতে পারে। কিন্তু কোনো মেয়েকে আমি খারাপভাবে কিছু বলিনি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমুল হুদা বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। একাডেমিক কমিটির সভায় নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।’
ফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
১১ মিনিট আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
৩৮ মিনিট আগেপোশাক খাতে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’। বেকারি পণ্য ও হোটেল ব্যবসায়ও সুনাম রয়েছে গ্রুপটির। বছরে সর্বোচ্চ ১ হাজার ২০০ কোটি টাকা রপ্তানি আয়ের রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। কর্ণধার আব্দুচ ছালামের শ্রম ও ঘামে তিলে তিলে শূন্য থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে ওয়েল গ্রুপ।
৪২ মিনিট আগেরাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
২ ঘণ্টা আগে