খাগড়াছড়ি প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাহাড় ও ঝরনা দেখতে পর্যটকদের পছন্দের জায়গা খাগড়াছড়ি। আজ সোমবার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা এলাকা।
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা যেন আরও মোহনীয় রূপে সেজে উঠেছে। ঢাকা পান্থপথ থেকে আসা দম্পতি প্রান্ত সাহা ও পাপড়ি সাহা প্রথমবার খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন। তাঁরা বলেন, ‘আমরা সাজেকে যাওয়ার সময় একটি ঝরনা দেখেছি। তার চেয়ে এই রিসাং ঝরনাটি বেশি ভালো লেগেছে। কুমিল্লা থেকে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় বেড়াতে এসেছেন আট বন্ধু। ঝরনা ঘুরে ফেরার পথে কথা হয় এই দলের মো. আকাশ ও মো. মনিরুলের সঙ্গে।’ তারা বলেন, ‘চারপাশে গাছগাছালি ঘেরা মাঝখানে সুন্দর একটি ঝরনা। ঠান্ডা পানিতে গোসল করেছি। ঝরনায় যখন আসি, আনন্দ উপভোগ করি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝরনায় বারবার আসতে মন চাইছে।’
খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, যে পরিমাণ ট্যুরিস্ট আগমন ঘটবে ভেবেছিলাম তার অর্ধেকও আসেনি। ঈদের প্রথম দিন থেকে হোটেলের অর্ধেক রুম বুকিং নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, আজকে ৭০টি পিকআপ ও জিপ (চাঁদের গাড়ি) সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছে এবং গতকাল ৪০টি গাড়ি ঘুরেছে। আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, গতকাল ১ হাজার ৬০০ টিকিট বিক্রি করেছেন। আজকেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা করছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, ট্যুরিস্ট খাগড়াছড়িতে এসে থাকবে ভালো কোনো স্পট নেই। শিশুদের জন্য নেই কোনো পার্ক, নেই সুইমিংপুল, এখানে অনেক কিছু অভাব। ট্যুরিস্ট এলাকায় সবকিছু থাকা দরকার আছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আজকে পর্যাপ্ত ট্যুরিস্ট এসেছে। সাজেকে কোনো রিসোর্ট ফাঁকা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সব আইনশৃঙ্খলা সদস্য ট্যুরিস্টদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।’
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাহাড় ও ঝরনা দেখতে পর্যটকদের পছন্দের জায়গা খাগড়াছড়ি। আজ সোমবার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা এলাকা।
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা যেন আরও মোহনীয় রূপে সেজে উঠেছে। ঢাকা পান্থপথ থেকে আসা দম্পতি প্রান্ত সাহা ও পাপড়ি সাহা প্রথমবার খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন। তাঁরা বলেন, ‘আমরা সাজেকে যাওয়ার সময় একটি ঝরনা দেখেছি। তার চেয়ে এই রিসাং ঝরনাটি বেশি ভালো লেগেছে। কুমিল্লা থেকে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় বেড়াতে এসেছেন আট বন্ধু। ঝরনা ঘুরে ফেরার পথে কথা হয় এই দলের মো. আকাশ ও মো. মনিরুলের সঙ্গে।’ তারা বলেন, ‘চারপাশে গাছগাছালি ঘেরা মাঝখানে সুন্দর একটি ঝরনা। ঠান্ডা পানিতে গোসল করেছি। ঝরনায় যখন আসি, আনন্দ উপভোগ করি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝরনায় বারবার আসতে মন চাইছে।’
খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, যে পরিমাণ ট্যুরিস্ট আগমন ঘটবে ভেবেছিলাম তার অর্ধেকও আসেনি। ঈদের প্রথম দিন থেকে হোটেলের অর্ধেক রুম বুকিং নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, আজকে ৭০টি পিকআপ ও জিপ (চাঁদের গাড়ি) সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছে এবং গতকাল ৪০টি গাড়ি ঘুরেছে। আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, গতকাল ১ হাজার ৬০০ টিকিট বিক্রি করেছেন। আজকেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা করছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, ট্যুরিস্ট খাগড়াছড়িতে এসে থাকবে ভালো কোনো স্পট নেই। শিশুদের জন্য নেই কোনো পার্ক, নেই সুইমিংপুল, এখানে অনেক কিছু অভাব। ট্যুরিস্ট এলাকায় সবকিছু থাকা দরকার আছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আজকে পর্যাপ্ত ট্যুরিস্ট এসেছে। সাজেকে কোনো রিসোর্ট ফাঁকা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সব আইনশৃঙ্খলা সদস্য ট্যুরিস্টদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।’
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
২ মিনিট আগেদেশের রাজনীতিতে রাজধানী-লাগোয়া শিল্পনগরী গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যে পুরো জেলায় বইছে নির্বাচনী হাওয়া। তফসিল ঘোষণার আগেই গাজীপুরের মাঠে নেমে পড়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের
৫ মিনিট আগেপুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে