রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক এবং একজন সহযোগীকে অপহরণ করার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র সংগঠনটি।
অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মো. আল আমিন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবি কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক এবং একজন সহযোগীকে অপহরণ করার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র সংগঠনটি।
অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মো. আল আমিন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবি কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
মৌলভীবাজার জেলায় প্রায় ২২ লাখ মানুষের বাস। পাশাপাশি রয়েছে লাখো পর্যটকের চাপ। তবে স্থানীয় বাসিন্দা এবং এসব পর্যটকের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জেলার যোগাযোগব্যবস্থা। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলের তীব্র টিকিট সংকট ও শমশেরনগর বিমানবন্দর বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সীমাহীন...
২৬ মিনিট আগেদেশের প্রধান সমুদ্রবন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকেরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তজেলা রুটে কনটেইনার পরিবহন করে। গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের...
২ ঘণ্টা আগে‘আমার একটা হাত নাই, এটা কৃত্রিম (আর্টিফিশিয়াল) হাত। আর সেই হাতটাই ওরা বাড়ি মেরে ভেঙে ফেলেছে। আমার কাছে কি এত টাকা আছে যে আবার নতুন হাত বানাব? এটা কি রাষ্ট্রের কাজ?’
২ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে ওত পেতে ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ শুক্রবার ডিএনসির ঢাকা জেলা কার্যালয়ের একটি দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের জন্য ব্যবহৃত একটি হোন্ডা গাড়ি, ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তা
২ ঘণ্টা আগে