আক্কেলপুর ও ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিশার সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিহত অটোরিকশার চালক আমজাদ হোসেনের ছেলে বাদী হয়ে মামলা করেন।
মামলায় ট্রাকচালক ও সহকারীকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহতেরা হলেন উপজেলার শাখারুঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম ফুয়াদ (২১), ইটাখোলা গ্রামের রইচ উদ্দিন খন্দকার বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), একই গ্রামের অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫৫), নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০) এবং জয়পুরহাট সদরের বুলুপাড়া মহল্লার ফেরদৌসের স্ত্রী শাহিনুর বেগম (৩৮)।
পুলিশ, স্থানীয় ও নিহতদের স্বজনেরা জানান, আজ বেলা ১১টার দিকে ক্ষেতলাল পৌর শহরের মালিপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিশার সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিহত অটোরিকশার চালক আমজাদ হোসেনের ছেলে বাদী হয়ে মামলা করেন।
মামলায় ট্রাকচালক ও সহকারীকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহতেরা হলেন উপজেলার শাখারুঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম ফুয়াদ (২১), ইটাখোলা গ্রামের রইচ উদ্দিন খন্দকার বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), একই গ্রামের অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫৫), নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০) এবং জয়পুরহাট সদরের বুলুপাড়া মহল্লার ফেরদৌসের স্ত্রী শাহিনুর বেগম (৩৮)।
পুলিশ, স্থানীয় ও নিহতদের স্বজনেরা জানান, আজ বেলা ১১টার দিকে ক্ষেতলাল পৌর শহরের মালিপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১৩ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১৮ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩৬ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৪২ মিনিট আগে