জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অভিযান চালিয়ে অপহরণের শিকার একজন কিশোরীকে উদ্ধারসহ নুরনবী ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার নুরনবী ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
মেজর মোস্তফা জামান জানান, অপহরণের শিকার ওই কিশোরীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি নিজ এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। অভিযুক্ত অপহরণকারী নূরনবী ওই এলাকার একটি দোকানে কাজ করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু একপর্যায়ে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। নূরনবী বিচ্ছেদ মেনে নিতে পারেননি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নূরনবী তাঁর দুই বন্ধুর সহায়তায় রাস্তা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন। আর কিশোরীকে নিয়ে যান জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তাঁর নিজ বাড়িতে।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের ঘটনায় স্থানীয় থানায় জিডি করেন কিশোরীর পরিবার। এ ছাড়া এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র্যাব তৎপরতা চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও নূরনবীকে গ্রেপ্তার করে।
মোস্তফা জামান আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি থানায় মামলা দিয়ে নূরনবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার নূরনবীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
জয়পুরহাটে অভিযান চালিয়ে অপহরণের শিকার একজন কিশোরীকে উদ্ধারসহ নুরনবী ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকা থেকে নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার নুরনবী ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
মেজর মোস্তফা জামান জানান, অপহরণের শিকার ওই কিশোরীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি নিজ এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। অভিযুক্ত অপহরণকারী নূরনবী ওই এলাকার একটি দোকানে কাজ করতেন। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু একপর্যায়ে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। নূরনবী বিচ্ছেদ মেনে নিতে পারেননি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নূরনবী তাঁর দুই বন্ধুর সহায়তায় রাস্তা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন। আর কিশোরীকে নিয়ে যান জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকায় তাঁর নিজ বাড়িতে।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের ঘটনায় স্থানীয় থানায় জিডি করেন কিশোরীর পরিবার। এ ছাড়া এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। এরপর র্যাব তৎপরতা চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও নূরনবীকে গ্রেপ্তার করে।
মোস্তফা জামান আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি থানায় মামলা দিয়ে নূরনবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার নূরনবীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১৫ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
২০ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩৮ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৪৪ মিনিট আগে