আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৩২ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১ ঘণ্টা আগে