জয়পুরহাট প্রতিনিধি
নিখোঁজের সাত দিন পর অবশেষে মিলল জয়পুরহাটের চার বছরের ছোট্ট রদিয়ার খোঁজ। তবে জীবিত নয়, তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। কালাই উপজেলার হিমাইল গ্রামের এক সেপটিক ট্যাংক থেকে গতকাল শুক্রবার রাতে রদিয়া আক্তার ওহির লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সৎমা সোনিয়া (২৫) রদিয়াকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতে রদিয়ার লাশের খোঁজ পান তাঁরা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় রদিয়ার সৎমা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ ছাড়া শিশুটির চাচা রনি ও সৎনানা জিয়া কসাইকেও থানায় আনা হয়। সোনিয়াকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানায়, ২৪ মে দুপুরে নানাবাড়ি থেকে মাত্র এক-দুই মিনিটের দূরত্বে দাদা-দাদির বাড়িতে বেড়াতে যায় রদিয়া। সেখানেই সোনিয়া তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন। পরে লাশটি বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ওই সময় শিশুটির বাবা মাঠে ধান কাটছিলেন, আর দাদা-দাদি গিয়েছিলেন ঘাস আনতে।
রদিয়ার মা আর্জিনা (২৭) দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির কাছাকাছি নিজের বাবার বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন। প্রায় প্রতিদিনই রদিয়া হেঁটে যেত দাদা-দাদির বাড়িতে। রদিয়া হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক আর ক্ষোভে নেমে এসেছে নীরব বিষাদ। স্থানীয়রা বলছেন, এমন পাশবিক কাজ কীভাবে করা সম্ভব, তা-ও নিজের ঘরের শিশুর সঙ্গে?’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় শিশু রদিয়ার মা আর্জিনা বাদী হয়ে আজ শনিবার কালাই থানায় একটি নিয়মিত মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’
নিখোঁজের সাত দিন পর অবশেষে মিলল জয়পুরহাটের চার বছরের ছোট্ট রদিয়ার খোঁজ। তবে জীবিত নয়, তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। কালাই উপজেলার হিমাইল গ্রামের এক সেপটিক ট্যাংক থেকে গতকাল শুক্রবার রাতে রদিয়া আক্তার ওহির লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সৎমা সোনিয়া (২৫) রদিয়াকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতে রদিয়ার লাশের খোঁজ পান তাঁরা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় রদিয়ার সৎমা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ ছাড়া শিশুটির চাচা রনি ও সৎনানা জিয়া কসাইকেও থানায় আনা হয়। সোনিয়াকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানায়, ২৪ মে দুপুরে নানাবাড়ি থেকে মাত্র এক-দুই মিনিটের দূরত্বে দাদা-দাদির বাড়িতে বেড়াতে যায় রদিয়া। সেখানেই সোনিয়া তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন। পরে লাশটি বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ওই সময় শিশুটির বাবা মাঠে ধান কাটছিলেন, আর দাদা-দাদি গিয়েছিলেন ঘাস আনতে।
রদিয়ার মা আর্জিনা (২৭) দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির কাছাকাছি নিজের বাবার বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন। প্রায় প্রতিদিনই রদিয়া হেঁটে যেত দাদা-দাদির বাড়িতে। রদিয়া হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক আর ক্ষোভে নেমে এসেছে নীরব বিষাদ। স্থানীয়রা বলছেন, এমন পাশবিক কাজ কীভাবে করা সম্ভব, তা-ও নিজের ঘরের শিশুর সঙ্গে?’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় শিশু রদিয়ার মা আর্জিনা বাদী হয়ে আজ শনিবার কালাই থানায় একটি নিয়মিত মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৪ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৫ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৫ ঘণ্টা আগে