শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক কৃষকের প্রায় এক বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সাহিরুল ইসলাম। তিনি ওই গ্রামের শুকুর উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পান বরজের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলামের ছেলে আলামিন ও একই গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে ছোয়াদ নামে অবুঝ দুই শিশু পানের বরজের পাশে খেলা করছিল। তারা বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে এসে পানের বরজের পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আগুন মুহূর্তেই পানের বরজে ছড়িয়ে পড়লে প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
পানের বরজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিশু আলামিনের মা বলেন, আমার ছেলে পানের বরজের পাশে খেলছিল তবে আগুন ধরিয়েছে কিনা বলতে পারবো না।
ক্ষতিগ্রস্ত কৃষক সাহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সঙ্গে জমিতে এসে দেখতে পাই ১ বিঘা জমির পান পুড়ে সাফ হয়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই শিশুদের দিয়ে কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
শৈলকুপা ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, বিকেল সাড়ে ৬টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে সাহিরুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক কৃষকের প্রায় এক বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সাহিরুল ইসলাম। তিনি ওই গ্রামের শুকুর উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পান বরজের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলামের ছেলে আলামিন ও একই গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে ছোয়াদ নামে অবুঝ দুই শিশু পানের বরজের পাশে খেলা করছিল। তারা বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে এসে পানের বরজের পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আগুন মুহূর্তেই পানের বরজে ছড়িয়ে পড়লে প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
পানের বরজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিশু আলামিনের মা বলেন, আমার ছেলে পানের বরজের পাশে খেলছিল তবে আগুন ধরিয়েছে কিনা বলতে পারবো না।
ক্ষতিগ্রস্ত কৃষক সাহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সঙ্গে জমিতে এসে দেখতে পাই ১ বিঘা জমির পান পুড়ে সাফ হয়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই শিশুদের দিয়ে কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
শৈলকুপা ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, বিকেল সাড়ে ৬টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে সাহিরুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৩ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৪ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৫ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৫ ঘণ্টা আগে