কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আবর্জনায় বন্ধ হয়ে গেছে কালভার্টের মুখ। আর খাল ভরাট করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনব্যবস্থা। ফলে কোটচাঁদপুরের তিন মাঠের ৭০০ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী চাষিরা।
বড়বমানদহ গ্রামের চাষি আতাউর রহমান আতা বলেন, ‘কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর আমবাজারসংলগ্ন কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের আবর্জনায়। আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এ কারণে পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যার ফলে আমাদের বল্বব দাড়ির মাঠ, নারান বিলের মাঠ ও বাজেবামনদহ মাঠের পানি আটকে গেছে। এ কারণে ওই তিন মাঠের প্রায় ৭০০ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।’
তিনি বলেন, ‘আমার দুই মাঠেই জমি রয়েছে। আগে জমিতে পানি জমে না থাকায় ইচ্ছেমতো চাষ করা যেত। কয়েক বছর ধরে তা আর সম্ভব হচ্ছে না।’ তিনি এ অবস্থার প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে।
একই গ্রামের আরফান আলী বলেন, ‘আগে যখন খালে স্রোত চলত, তখন কালভার্ট দিয়ে পানি বের হয়ে যেত। সে সময় চাষ করতে কোনো সমস্যা হতো না। এখন জমিতে পানি জমে থাকায় ইচ্ছেমতো চাষ করা যায় না।’
বাজেবামনদহ গ্রামের ইসরাফিল মল্লিক বলেন, ‘কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় মাঠের পানি বের হতে পারছে না। এতে করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ কারণে কয়েক বছর ধরে এ মাঠে চাষ করতে আমরা খুবই সমস্যায় আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘চাষিদের আবেদন হাতে পাইনি। তবে শুনেছি। এরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিতও করেছি।’ তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি ওখানে কাজও করা হয়েছে। তবে তাতেও যদি পানি নিষ্কাশন না হয়, তাহলে আবারও কাজ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য চাষিদের দেওয়া আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।’
আবর্জনায় বন্ধ হয়ে গেছে কালভার্টের মুখ। আর খাল ভরাট করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনব্যবস্থা। ফলে কোটচাঁদপুরের তিন মাঠের ৭০০ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী চাষিরা।
বড়বমানদহ গ্রামের চাষি আতাউর রহমান আতা বলেন, ‘কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর আমবাজারসংলগ্ন কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের আবর্জনায়। আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এ কারণে পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যার ফলে আমাদের বল্বব দাড়ির মাঠ, নারান বিলের মাঠ ও বাজেবামনদহ মাঠের পানি আটকে গেছে। এ কারণে ওই তিন মাঠের প্রায় ৭০০ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।’
তিনি বলেন, ‘আমার দুই মাঠেই জমি রয়েছে। আগে জমিতে পানি জমে না থাকায় ইচ্ছেমতো চাষ করা যেত। কয়েক বছর ধরে তা আর সম্ভব হচ্ছে না।’ তিনি এ অবস্থার প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে।
একই গ্রামের আরফান আলী বলেন, ‘আগে যখন খালে স্রোত চলত, তখন কালভার্ট দিয়ে পানি বের হয়ে যেত। সে সময় চাষ করতে কোনো সমস্যা হতো না। এখন জমিতে পানি জমে থাকায় ইচ্ছেমতো চাষ করা যায় না।’
বাজেবামনদহ গ্রামের ইসরাফিল মল্লিক বলেন, ‘কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় মাঠের পানি বের হতে পারছে না। এতে করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ কারণে কয়েক বছর ধরে এ মাঠে চাষ করতে আমরা খুবই সমস্যায় আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘চাষিদের আবেদন হাতে পাইনি। তবে শুনেছি। এরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিতও করেছি।’ তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি ওখানে কাজও করা হয়েছে। তবে তাতেও যদি পানি নিষ্কাশন না হয়, তাহলে আবারও কাজ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য চাষিদের দেওয়া আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।’
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৩ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৪ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৪ ঘণ্টা আগে