ঝালকাঠি প্রতিনিধি
সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।
সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।
সংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে