Ajker Patrika

সড়কে শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আহত ২

সড়কে শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আহত ২

যশোরের মনিরামপুরে রাস্তা পাড় হতে যাওয়া শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের চালকিডাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রেজাউল করিম (৫০) ও একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম (২৮)।

মনিরামপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যশোর থেকে একটি মোটরসাইকেলে চড়ে দুজন কেশবপুরে ফিরছিলেন। পথিমধ্যে চালকিডাঙা বাজারের অদূরে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া একটি শিয়ালের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। তখন রাস্তায় সিটকে পড়ে রক্তাক্ত ও জখম হন মোটরসাইকেলের দুই আরোহী। 

প্রণব বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়া শিয়ালটি আঘাত পেয়েও দ্রুত পালিয়ে গেছে। আমরা আহত দুজনকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসি। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ