যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বরখাস্তরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং ড. এম এ ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) এবং টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম।
এর মধ্যে ওই দুই অধ্যাপক রাজনীতিক পটপরিবর্তনের পর পদত্যাগকারী ভিসি ড. মো. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা ভিসির অনিয়ম-দুর্নীতি সহযোগী ছিলেন বলে ক্যাম্পাসে দুই খলিফা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
এদিকে প্রফেসর গালিবের বরখাস্তের আদেশকে অবৈধ দাবি করে গতকাল শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থীদের ধারণা, গালিবের এই বরখাস্তের পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইন্ধন রয়েছে। এ নিয়ে সিএসই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধীদের দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাঁর বহিষ্কার নিয়ে ছাত্ররা দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়েছেন।
একপক্ষের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন। একপর্যায়ে তাঁর সহযোগী প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদও ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। কিন্তু বহাল তবিয়তে ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব।
এ বিষয়ে অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব বলেন, ‘সাময়িক বহিষ্কারের চিঠি পেয়ে অবাক হয়েছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের চিঠি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। যা বাংলাদেশের আইনেরও পরিপন্থী।’
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত নই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছি। কাজের অভিজ্ঞতা ছিল। কর্তৃপক্ষ আমাকে যে কাজ দিয়েছি, আমি করেছি। লিফট ক্রয়-সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া আমি জড়িত ছিলাম না। আমি যে কমিটিতে ছিলাম, সেটা একার কমিটি নয়। আরও অনেকেই ছিলেন। তা ছাড়া ওই কমিটি ছিল সর্বশেষ ধাপের। স্ত্রীর চাকরি-সংক্রান্ত বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই। পরীক্ষা দিয়েছে, কর্তৃপক্ষ তার নিয়োগ দিয়েছে।’
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ বলেন, ‘তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিক প্রমাণিত হয়েছে। রিজেন্ট বোর্ডের সভায় সকলের সিদ্ধান্তে, দুই শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বরখাস্তরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং ড. এম এ ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) এবং টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম।
এর মধ্যে ওই দুই অধ্যাপক রাজনীতিক পটপরিবর্তনের পর পদত্যাগকারী ভিসি ড. মো. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা ভিসির অনিয়ম-দুর্নীতি সহযোগী ছিলেন বলে ক্যাম্পাসে দুই খলিফা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
এদিকে প্রফেসর গালিবের বরখাস্তের আদেশকে অবৈধ দাবি করে গতকাল শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থীদের ধারণা, গালিবের এই বরখাস্তের পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইন্ধন রয়েছে। এ নিয়ে সিএসই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধীদের দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাঁর বহিষ্কার নিয়ে ছাত্ররা দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়েছেন।
একপক্ষের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন। একপর্যায়ে তাঁর সহযোগী প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদও ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। কিন্তু বহাল তবিয়তে ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব।
এ বিষয়ে অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব বলেন, ‘সাময়িক বহিষ্কারের চিঠি পেয়ে অবাক হয়েছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের চিঠি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। যা বাংলাদেশের আইনেরও পরিপন্থী।’
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত নই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছি। কাজের অভিজ্ঞতা ছিল। কর্তৃপক্ষ আমাকে যে কাজ দিয়েছি, আমি করেছি। লিফট ক্রয়-সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া আমি জড়িত ছিলাম না। আমি যে কমিটিতে ছিলাম, সেটা একার কমিটি নয়। আরও অনেকেই ছিলেন। তা ছাড়া ওই কমিটি ছিল সর্বশেষ ধাপের। স্ত্রীর চাকরি-সংক্রান্ত বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই। পরীক্ষা দিয়েছে, কর্তৃপক্ষ তার নিয়োগ দিয়েছে।’
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ বলেন, ‘তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিক প্রমাণিত হয়েছে। রিজেন্ট বোর্ডের সভায় সকলের সিদ্ধান্তে, দুই শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
২৮ মিনিট আগেরাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদাম ও পাশের একটি পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জনের প্রাণহানির কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
১ ঘণ্টা আগেচাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ১১ দিনে ৬১ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে