ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন দল পাল্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।’
বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, পৌর শহরের মণ্ডলপাড়ায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ইসলামি রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগ দিতে পারেন।’
উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দু-একজন অন্য দলে যোগ দিলে এতে দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন।’
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন দল পাল্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।’
বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, পৌর শহরের মণ্ডলপাড়ায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ইসলামি রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগ দিতে পারেন।’
উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দু-একজন অন্য দলে যোগ দিলে এতে দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন।’
যশোরের মনিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রোহিতা বাজারসংলগ্ন ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এর আগে গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের এক দোকান থেকে পাউরুটি চুরির অভিযোগ দিয়ে
৪ মিনিট আগেঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠা
১১ মিনিট আগেপার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের অভিযোগ তুলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাঙালিরা।
৩৩ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে সাবেক সংসদ সদস্য বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর
৪১ মিনিট আগে