ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকার আমানত সংগ্রহের পর মেয়াদ শেষে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আতা গ্রামের সমবায় সমিতির পরিচালক উত্তম মিস্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
৪২ মিনিট আগেরাজবাড়ীর নুরাল পাগলের দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় নূরাল পাগলার মরদেহ তোলার ‘নির্দেশদাতা’ লতিফ (ইমাম) ও আসলাম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায়
১ ঘণ্টা আগেময়মনসিংহের ফুলপুরে জুবায়েদ আহমেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে পিষে দিয়ে খাদে পড়ে গেছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের ফুলপুরে মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ আহমেদ মোকামিয়া গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় একটি এনজিও অফিস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর শংকর সাহা (৪০) নামে এক ঋণগ্রহীতা মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ, ঋণ না দিয়ে এনজিওর কর্মীরা তাঁকে অপমান করে এবং জোর করে বিষ খাইয়ে হত্যা করেছে। তবে এনজিও কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে হাতিয়া উপজেলা
১ ঘণ্টা আগে