বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু।
গতকাল শনিবার (২১ জুন) বিকেলে এ হুমকির ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই ওই প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ওই রাস্তার নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান পাঁচজন সাংবাদিক। নির্মাণকাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি সোহেল রানা পলাশ। এ সময় দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক নয়া দিগন্তের আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণীর আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণীর বাধন মোল্লা ও জামালপুর বার্তার ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগাল, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন ওই চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান তাঁদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকেরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পান।
এ বিষয়ে শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘ঘটনাস্থলে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। ওই সময়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটনা ঘটেছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু।
গতকাল শনিবার (২১ জুন) বিকেলে এ হুমকির ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই ওই প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ওই রাস্তার নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান পাঁচজন সাংবাদিক। নির্মাণকাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি সোহেল রানা পলাশ। এ সময় দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক নয়া দিগন্তের আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণীর আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণীর বাধন মোল্লা ও জামালপুর বার্তার ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগাল, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন ওই চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান তাঁদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকেরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পান।
এ বিষয়ে শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘ঘটনাস্থলে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। ওই সময়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটনা ঘটেছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
৩২ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১ ঘণ্টা আগে